গতকালকে সামু বন্ধ/চালু নিয়ে অনেক কথা হয়েছে । এই কথা বার্তার মাঝে একটা কথা আবারও শোনা গেছে যে সামুকে সচল রাখতে যে বিপুল পরিমান অর্থের প্রয়োজন হয় প্রতিমাসে, সেটার জন্য ব্লগারদের কাছ থেকে চাঁদার ব্যবস্থা করা যায় কিনা ! আবেগের বসে হয়তো অনেকেই বলে বসেছেন যে এমন একটা ব্যবস্থা করা উচিৎ এবং আমরা সবাই মাসিক চাঁদা দিবো তবে বাস্তবতার পরিপেক্ষিতে যদি সেটা বিবেচনা করা হয় তাহলে সেটা হবে সামুর কফিনে শেষ পেরেক মারার ব্যবস্থা ! হ্যা, এমন ব্যবস্থা যদি চালু হয় (যদিও চালু হবে না বলে আমার বিশ্বাস) তাহলে প্রথম প্রথম হয়তো অনেকেই সেটা দিবেন । তবে একটা সময়ের পর থেকে এই চাঁদা/সবাস্ক্রিপশনের পরিমান কমতে কমতে থাকবে । ব্লগাররা এক সময়ে সেটা আর দিতে চাইবেন না । টাকা দিয়ে বাঙালি অনলাইনে কয়েকটা পোস্ট পড়বে আর লিখবে এই ধারণা এডোপ্ট করতে তাদের আরো অনেক অনেক বছর লাগবে ।
মানুষ কি টাকা দিয়ে ব্লগিং/লেখালেখি করছে না?
আপনারা মিডিয়াম সাইটের নাম শুনে থাকবেন অনেকে । এটাও একটা ব্লগিং/লেখালেখির সাইট । আমাদের সামুর ব্লগার ডি মুন এই সাইটে লেখালেখি করেন । এই সাইটে লেখার দুইটা সিস্টেম আছে । এক, হচ্ছে ফ্রি । আপনি এখানে ফ্রিতে একাউন্ট খুলে লিখতে পারবেন যা ইচ্ছে । তাহলে এখান থেকে আপনার কোন অর্থ আয় হবে না। এবং আপনার মত যারা ফ্রিতে লিখতে কেবল তাদের সেই ফ্রি লেখা গুলো পড়তে পারবেন । তবে এখানে আরো এক ধরনের রাইটার আছে যারা প্রতিমাসে ৫ ডলার করে দিয়ে থাকে । এরা সকল প্রিমিয়াম লেখক মানে হচ্ছে তাদের মত যারা ৫ ডলার করে দেয় তাদের লেখা পড়তে পারবে। এবং এখানে আরেকটা ক্যাচ হচ্ছে যদি আপনি যদি প্রিমিয়াম লেখক হন এবং আপনার লেখা অনেক বার পঠিত হয় তাহলে এই পঠিতর উপর ভিত্তি করে আপনাকে একটা মাসিক অর্থ মিডিয়াম থেকে দেওয়া হয় । মানে লিখে লিখে আয় ! আপনারা জেনে খুশি হবেন যেন ব্লগার ডি মুন কিন্তু এই সাইট থেকে লিখে বেশ চমৎকার আয় করছেন । মিডিয়ামের এই রকম প্রিমিয়াম সাবক্রাইবার আছে মিলিয়নের উপরে । এবং এখানে বিখ্যাত সব রাইটারও লেখালেখি করেন । এটা গেল একটা উপায় । মিডিয়াম ছাড়াও ভয়েজ নামে আরেকটা সাইটেও একই সিস্টেম আছে । প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমান সবাস্ক্রিপশন দিতে হয় তারপর আপনার লেখা সেই প্রিমিয়াম পাঠকরা পড়বে তখন আপনার আয় হবে ।
প্রতিলিপি এপ নামে একটা ইন্ডিয়ান সাইট রয়েছে । মূলত গুগলের এপস এটা তবে ব্রাউজার থেকেও চমৎকার ভাবে প্রবেশ করা যায় । আমি অনেক দিন থেকে এই এপের সাথে যুক্ত । এই এপটাতে ভারতের প্রায় আটটায় ভাষায় গল্প লিখে থাকেন লেখকরা । যদিও বাংলাতেই সব থেকে বেশি লেখক এখানে । হিন্দি ইংরেজিও আছে প্রচুর । প্রথমে যখন এই এপটা চালু হয় তখন এখানে কোন টাকা পয়সা সাবস্ক্রিপশনের ব্যাপার ছিল না । কিন্তু গত কয়েক বছর ধরে এখানে একটা প্রিমিয়াম সেকশন চালু হয়েছে । এখানে লেখকদের প্রথমে গোল্ডেন ব্যাজ পেতে হয় । তারপর সেই গোল্ডেন ব্যাজ প্রাপ্ত লেখকরা তাদের প্রকাশিত লেখা প্রিমিয়াম সেকশনে রাখতে পারেন (আবার ফ্রি সেকশনেও রাখতে পারেন) । যারা যারা প্রিমিয়াম সাবক্রাইবার তারা সরাসরি সেই লেখা পড়তে পারে তবে যারা ফ্রি ইউজার তারাও লেখা পড়তে পারে তবে এই জন্য তাদের নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় । লাইক দুই দিন পরে একটা পর্ব ফ্রি হয় । এবং পাঠকরা কারো লেখা ভাল লাগলে তাদের কয়েন দিয়ে সমর্থন জানাতে পারে । এই কয়েন দিয়ে সমর্থন এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের পঠিত সংখ্যার উপরে ভিত্তি করে লেখকরা কিছু আয় করতে পারেন । এছাড়া সারা বছরই কোন না কোন প্রতিযোগিতা করে থাকে এই প্লাটফর্মটি । সেখানে ভাল পরিমান পুরুস্কার দেওয়া হয় সেই সাথে বই বের করার সুযোগ থাকে ।
একই ভাবে ওয়াটপ্যাড নামে আরেকটা এপ আছে । প্রতিলিপির থেকে বেশি জনপ্রিয় এটা । এখানে প্রচুর গল্প আছে । ইংরেজি ভাষাতেই এখানে গল্প বেশি আছে । এখানে পেইড স্টোরি আছে প্রচুর । ফ্রি স্টোরিও আছে প্রচুর । এই রকম আরো অনেক এপই আছে ।
এখন সামুতে এই রকম ব্যবস্থা কি চালু করা সম্ভব?
পরিস্কার ভাবে, না । সম্ভব না ।
উপরের যে সাইট গুলোর কথা বললাম এগুলো প্রিমিয়াম টিকে আছে কারণ এখানে প্রচুর সাবক্রাইবার আছে, প্রচুর লেখক প্রচুর পাঠক রয়েছে । সামুতে বর্তমানে পাঠক লেখকদের সংখ্যাটা খুবই কম । এখন নিয়মিত লেখকদের সংখ্যা ২৫/৩০ জনের বেশি নয় । কিছু পাঠক ভিজিটর আছে তবে সেটাই মনে হয় না প্রিমিয়াম চালু করলে বেশি থাকবে। আর এপের মত করে কয়েন সিস্টেম চালু করতে গেলে সাইটে অনেক বেশি কারিগরি কাজ করতে হবে যা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার । যদিও সেটা সম্ভব হত যদি এখান থেকে আয়ের একটা সম্ভবনা থাকতো যা একেবারেই নেই বললেই চলে ।
অনেকে পরামর্শ দিচ্ছেন যে ব্লগারদের কাছ থেকে মাসিক একটা সাবস্ক্রিশন সিস্টেম চালুর ব্যাপারটা । তাহলে সেটা কেমন হবে? মেন্ডাটরি নাকি ভলান্টারি?
যদি মেন্ডাটরি হয় মানে হচ্ছে টাকা না দিলে পোস্ট লেখা যাবে না তাহলে বোধ করি সামুতে এখন যে পোস্টের পরিমান কমে গেছে সেটা আরও কমে যাবে । আর ভলান্টারি যদি হয় তাহলে হয়তো প্রথম প্রথম অনেকেই দিবে কিন্তু কয়েকমাস পরে সেটার পরিমান কমতেই থাকবে । এই আত্মঘাতি সিদ্ধান্তের দিকে না যাওয়াই ভাল । আর যারা টাকা দিবেন তাদের ভেতরে একটা ডোন্ট কেয়ার ভাব আসবে । তাদের উপর মডারেশনের কি আগের মত নিয়ন্ত্রন থাকবে ? তারা বলবে আমি টাকা দিয়েছি আমাকে কেন কমেন্ট ব্যান করা হবে?
সামু যেমন ভাবে চলছে তেমন ভাবেই চলা ছাড়া আর অন্য কোন গতি নেই । এটা সম্পূর্ণ সামহোয়্যারইন কর্তৃপক্ষের নিজ উদ্যোগে চলা ছাড়া আর কোন উপায় নেই । তারা যতদিন এটা চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববে এটা চলবে । যেদিন এটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিবে সেদিন বন্ধ হয়ে যাবে । আমাদের মত সাধারণ ব্লগারদের অর্থ দিয়ে অংশ গ্রহনে এই ব্লগ চালানো সম্ভব নয় । আমাদের মাঝে সেই ঐক্য মনভাব নেই । কোন দিন তৈরিও হবে না। আমাদের এই ব্লগে অংশ গ্রহনের অংশ টুকু হচ্ছে আমরা এখানে পোস্ট লিখবো, মন্তব্য করবো, ব্লগে তর্ক বিতর্ক ঝগড়া ক্যাচাল করবো, মাঝে মাঝে মডুকে দোষারোপ করবো, হয়তো বার্ষিক সম্মেলনে দেখা করবো কিংবা ব্লগাদের মিলন মেলায় আড্ডা দিবো অথবা ব্লগারদের উদ্যোগে কোন সেবা মূলক কাজে অংশ গ্রহন করবো । আমাদের অংশগ্রহন এই টুকুই । এর বাইরে ব্লগের অন্য কোন কাজে আমাদের আর কোন ভূমিকা নেই ।
হ্যাপি ব্লগিং (যতদিন চলে)