বিবিসির একটা খবর চোখে এল সেদিন । উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার প্রজাতির শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । তার নাম ছিল সুদান । মৃত্যুর সময় তার বয়স ৪৫। বিবিসির সংবাদটা এবছর করলেও সুদান মারা গিয়েছে ২০১৮ সালে । জীবনের প্রায় সময়ই সে বন্দী অবস্থায় থেকেছে। তবে শেষ সময়ে সে বিস্তৃতি খোলা স্থানেই বসবাস করেছে। তাকে দেখা শোনার জন্য সর্বাক্ষিণ মানুষ নিয়োজিত ছিল। এই প্রজাতির গন্ডার পৃথিবীতে প্রায় ৫৫ মিলিয়ন বছর ধরে টিকে ছিল । শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । আরো দুটো মেয়ে গন্ডার রয়েছে তবে তারা গর্ভধারণে সক্ষম নয় । তার মানে হচ্ছে এর কদিন পরেই এই প্রজাতির গন্ডার একেবারে পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে । ৫৫ মিলিয়ন বছর ধরে টিকে থাকা একটা প্রাণী একেবারে বিপুল্প হয়ে যাবে ।
বিবিসির পুরো সংবাদটা এখান থেকে পড়তে পারেন।
বার্বেরি সিংহ ! ১৯২৫ সালে একজন ফ্রেন্স মিলিটারি ফটোগ্রাফার প্লেন করে যাওয়ার সময় এটলাস পর্বতের আশেপাশ থেজে এই একা বার্বেরি সিংহটির ছবি তোলেন । এটাই মূলত এই প্রজাতির শেষ বন্য সিংহের ছবি। নিচের ছবিটা উইকি থেকে নেওয়া ।
ছবিটার দিকে তাকিয়ে কেমন যেন একটা বিষণ্ণতা এসে ভর করল । একা একটা প্রাণী বিচরণ করে বেড়াচ্ছে । নিজের প্রজাতির আর কেউ জীবিত নেই । এই মনভাব তার ভেতরে কেমন মনভাব জাগিয়ে তুলেছিল ! জানার কোন উপায় নেই ।
আমাদের মানুষ্য সমাজের এই রকম ভাবে বিলুপ্তির কি কোন সম্ভবনা রয়েছে ? একবার দৃশ্যটা কল্পনা করুন যে কোন এক ভবিষ্যতের সময়ে কোন প্রাকৃতিক দুর্যোগ বা কোন মহামারির কারণে পৃথিবীর সব মানুষ আস্তে আস্তে মারা গেল । তবে অন্য সব প্রাণীর কিছু হল না। তারা ঠিকই জীবিত রইল । কেবল মানুষ মারা যাচ্ছে । একেবারে সবার শেষে যে মারা যাবে, যে জানবে যে আর কোন মানুষ জীবিত নেই । সবাই মারা গেছে । কেবল সে বেঁচে রয়েছে ! তখন তার মনের ভাবটা কেমন হবে?
আমাদের গ্রামে একজন ছিল অনেক আগে । শুনেছি এক বাপের এক ছেলে ছিল । তার বাবা এবং দাদাও একই রকম । তাদের অন্য সন্তান বাঁচে নি। একজনই বেঁচে ছিল। উনার যখন ছেলে হল তখন সেই জন বাঁচলো না । তারপর কয়েকবার একই রকম । সময়ের সাথে তার স্ত্রী মারা গেল । তিনি একা বেঁচে ছিলেন । তার বংশের শেষ জীবিত মানুষ । তার মৃত্যুর সাথে সাথে তার বংশ বিলুপ্ত হয়ে গেল। এটা আমাদের মায়ের ছোট বেলার গল্প।
সেই সময়ে তার মনে ভাব কেমন ছিল ? কী নিঃসঙ্গ সময় কাটিয়েছেন শেষ বয়সে ! একদম একা ! ঐ সিংহ বা সাদা গন্ডারটির মত !
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:২৩