
ব্লগ ডে এক সপ্তাহ পরেই চলে আসবে। সত্য কথা বলতে আমি ২০১৮তে প্রথমবারের মত ব্লগ ডে তে অংশ গ্রহণ করি। উপরের ছবিটি সেই সময়ের। ১০ম ব্লগ ডে পালন করেছিলাম আমরা। সবার আন্তরিক প্রচেষ্টায় সেদিন আমরা একত্রিত হয়ে ছিলাম। আমার ইচ্ছে ছিল সামুর ব্লগারদের সাথে দেখা করার। সেই সাথে সবার কথা শোনার। সেই দিনটি আমার কাছে চির স্মরনীয় হয়ে থাকবে।
সেই দিন আমাদের মাঝে অনেকেই উপস্থিত ছিলেন। অনেক নামী ও জ্ঞানী মানুষ আমাদের সাথে এক সাথে ব্লগ ডে উদযাপন করেছেন। আমি সত্যিই সেই দিন অনেক আনন্দে বিশখানা হয়ে গিয়েছিলাম। এছাড়া ব্লগ ডে উদযাপনের আগে আমার সাথে দেখা হয়েছিল আমাদের নীলসাধু দা ও জাদিদ ভাই এর সাথে। মুলত তাদের সাথে ব্লগ ডে উদযাপন কিভাবে করা যায় তার একটি খসড়া তৈরি করা জন্য দেখা করা।
আমি ছোট মানুষ। এখনও ছোটই আছি। তবুও তারা আমাকে ডেকেছিলেন। এরচেয়ে বড় ব্যাপার আর কি হতে পারে। আমি চেষ্টা করেছি আমার মত করে সব সহায়তা করার। কতটুকু পেরেছি আমি জানি না। অনেক সিনিয়র ব্লগার সেই দিন আমাদের মাঝে ছিলেন। আজ অনেকেই দেশ নেই অথবা ব্যস্ততায় ব্লগে আসে না।
এই মানুষ গুলোর মাঝে মনে পরে অগ্নি সারথি ভাই কে। এছাড়া আমাদের প্রামাণিক, বিদ্রোহী ভৃগু, আহমেদ জি এস, সত্য পথিক শ্যাইয়ান, নিমচাঁদ, ঘুড্ডির পাইলট, মনিরা সুলতানা আপু, শায়মা আপু, নুরুন নাহার লিলিয়ান আপু সহ অনেক সহ ব্লগার ও ভাইদের মনে পরছে।

এই ছবিটিতে ওই দিনের প্রায় সবাই আছেন। যদিও ছবিটি ক্লিয়ার নয়। তবে আমি এই ছবিটি সংরক্ষণ করে রেখেছি।আমার কাছে আরও কিছু ছবি রয়েছে যা এই লেখার শেষে যুক্ত করে দেয়ার চেষ্টা করব।
এখন ২০২৩ ....
এই বছর ব্লগ ডে উদযাপন হবে কিনা জানি না। মাঝের কয়েক বছর আমি নিজেও ব্লগে সেভাবে উপস্থিতি জানান দিতে পারিনি। এজন্য আমি দুঃখিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থী। তবে চেষ্টা করছি সব কিছু গুছিয়ে ব্লগে সময় দেয়ার। আসলে আমরা কেউ বাস্তবতা কে ছেড়ে বা এড়িয়ে যেতে পারি না। তাই বাস্তবতা আমাদের অনেক কিছু থেকে সরিয়ে দেয়। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাই।
সামনে নির্বাচন এখন বড় কোন সভা সমাবেশ কোথাও হবে না। আবার বলা যায় করার অনুমতিও দেয়া হবে না। ব্লগ ডে আয়োজনে কিছুটা হলেও রিস্ক থেকে যায়। জানি না এবার আয়োজন হবে কিনা। তবে আশা রাখি হতেও পারে। তবে না হবার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না।
আগামী ১৯শে ডিসেম্বর ব্লগ ১৮ বছর পার করবে। সত্যি বলতে ব্লগে এখন নতুন অনেক ব্লগার আছেন। যারা নিয়মিত ব্লগ লেখেন পড়েন এবং মন্তব্য করেন। তাদের জন্য শুভ কামনা থাকবে সব সময়। ব্লগের প্রতি কোন দাবি নেই। তবে ব্লগারদের জন্য ছোট খাটো একটা আয়োজন করাই যায়। আশা করি সামু টিম এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে।
এর আগে ব্লগ ডে উপলক্ষ্যে অনেক পোস্ট আসত। মোটামুটি সবাই ব্লগ ডে নিয়ে আগ্রহী থাকতেন। আসতে না পারলেও ব্লগে পোস্ট দিয়ে সবাই শুভেচ্ছা বিনিময় করতেন। ব্লগে একটা পিন পোস্টও থাকত। সেসব এখন অতীত। যদিও আমি মানি,
"এই দিন দিন নয়, আরও দিন আছে, এই দিনেরে নিয়ে যাব সেই দিনের কাছে"
এই লেখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে পারেন, আসলে অতীত স্মৃতি রোমন্থন করা। নতুন ব্লগারদের জানানো যে ব্লগ এক সময় দারূণ একটা জায়গা ছিল। যেখান আমরা তর্ক বিতর্ক করতাম আবার একই সাথে সবাই চা খেতাম। নিজেদের চিন্তা ধারা ও মতামতকে গুরুত্ব সহকারে প্রকাশ করতাম। নিজেদের ভেতরে ভ্রাতৃত্ববোধ কে জাগ্রত করাই আমাদের উদ্দেশ্য ছিল।
আমরা যেকোন অন্যায়ের প্রতিবাদে যেমন এগিয়ে ছিলাম, আবার মানুষের পাশে দাড়াতেও আমাদের কখনও কুন্ঠাবোধ হয়নি। সামু এমন একটি জায়গা যেখানে আপনি এসেই সবাইকে আপন করে নিতে পারবেন। সবাই আপনাকে আপন কে নিবে।
এখানে সংযুক্তি হিসেবে ২০১৮ এর ব্লগ ডে এর ছবি গুলো দিতে পারতাম। তবে কারো অনুমতি না নিয়ে ছবি গুলো দিতে পারছি না। তবে মন্তব্যের ঘরে যদি কেউ জানান যে সমস্যা নেই তবে আমি সেই ছবি গুলো দিয়ে ব্লগটি আপডে করে দেব।
সবশেষ,
আমি চাই সামু হাজার বছর বেচে থাকুক। বাংলা ব্লগের ভেতর এই একটি ব্লগ এখনও নিজের স্বকীয়তা ধরে রেখেছে। যদিও অনেক ব্যাপার এখানে দেখার আছে। তবুও ব্লগ টিম তাদের এই যাত্রা অব্যাহত রাখুক। আমরাও নির্বিঘ্নে ব্লগিং করে যেতে চাই। আর চাই এবার যেন একটা ব্লগ ডে হয়।
সবাই কে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


