শামীম অাজাদ
বোধ
নিদ্রামোহজল ছিঁড়ে বলে মোর বোধ,বাহিরেতে গিয়া দেখ ফুটিয়াছে আজ এক অত্যাশ্চর্য মন ভালো করা রোদ। ”মনরে জিকাইলে হুনি, আমারোযে মন আছে জিহ্বা, চুল, ত্বক আছে তুমি তা কুনোদিন জানছনি?
-তুমি না বলিলে শামীম জানিবো কেমনে
তোমার অন্তরের কথা আমার শরীরে।।”
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




