মা বললেন এই মেয়ে তুই কাল যাবি যেই স্কুলে
মিস্টি করে বলবি কথা যাতে দিদির মন ভোলে।
ঠিক পরদিন তার দিকে যেই পড়ল দিদির দৃষ্টি
অমনি হেসে বলল, হি. হি. নামটা আমার মিষ্টি।
তাই কি, ওমা! মজার নামতো, বাপের নামটা বলবে না?
-সেও ভীষণ মাজার কিন্তু, মিস্টিতে যার তুল্য-না।
পিতার নামটা শুনেই সবার আপনি ভরে দেহ মন
আমার পিতা শ্রদ্ধেয় শ্রী রসজাগানিয়া খিরমোহন।
আ-হা এযে রসের জগত, তা মায়ের নাম কি রসমলাই?
-না না ওটি অভিজাত নয়, আমার মা তো বালুসাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




