আমি ঢাকা বিশ্ববিদ্যলয়ের একজন অতি সাধারন ছাত্র।জন্ম সাধারন মধ্যবিত্ত
পরিবারে...........।ভালবাসি পরিবার,বন্ধু বান্ধবকে নিয়ে থাকতে,তাদের সাথে আড্ডা দিতে আরও ভালবাসি নিজের মাতৃভাষা এবং নিজের দেশকে...।জীবনে বহু কিছু করার ইচ্ছা থাকা স্বত্তেও প্রচন্ড অলস।আগ্রহ আছে সাহিত্য,দর্শন,জীববিজ্ঞান,ফটোগ্রাফি,ভ্রমন,চলচ্চিত্র ইত্যাদিতে। ভাললাগে গান শুনতে,কবিতা ও বই পড়তে,ফেইসবুক নিয়ে মেতে থাকতে, সিনেমা দেখতে আর মাঝেমাঝে টুকটাক লেখালেখি করতে।
বহু সপ্ন ঝড়ে ভেসে গেছে তবু্ও এখনো সপ্ন দেখতে ভাললাগে ।বসবাস বাস্তবতা থেকে হয়ত বেশ দুরে,নিজের কল্পনার জগতটাই বেশি পছন্দের।অনেক রক্তাক্ত ক্ষত বুকে নিয়ে অভিমানী পথিক হয়ে পথ চলি,তবুও ভালবাসি আর ভালবাসা পেতে ভাললাগে!।
আপনাদের এখানে আসা কথা শোনার জন্য আর কিছু বলার জন্য।আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




