দেখুন এই শিশুটিকে। কি নিষ্পাপ,কি মায়াবী।মাত্র ২৩ মাস বয়সি এই শিশুটির ইতিমধ্যেই ৩টি বড় কিডনি সার্জারি হয়েছে।বাঁচতে হলে তার ও নেগেটিভ(O Negative) রক্তের প্রয়োজন। শিশুটির ছবি ফেসবুকে দেখা মাত্র আমার চোখে জল এসে গেলো। শিশুটির জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করছে,কিন্তু আমার মতো এই চুনাপুটি কি বা করতে পারি,তা ভেবেই আমি মর্মাহত। তাই ভাবলাম, আর কিছু না করতে পারি,অন্তত শিশুটির কথা সবাইকে জানাই,কারন আমার বিশ্বাস,এই পৃথিবীতে এখনো মানুষরুপি কিছু ফেরেশতা আছে যার জন্য এখনো মহান আল্লাহতালা পৃথিবীতে কিয়ামত নাজিল করেনাই।কেউ না কেউ অবশ্যই এই শিশুটির জন্য মানবতার হাত এগিয়ে দিতে পারে।
সুতরাং যারা পারবেন, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন-
Faisal Mahbub Himu-01913108284, 01670756801.
Shahjalal Numan-01819829142.
আর এই মেসেজটি সবাইকে পৌছে দিন,বিভিন্ন ব্লগে ও ফেসবুকে আপলোড করে দিন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




