পথের ধূলোয় মিশে ছিলে
জলজ প্রবাহে পেলে নদীপ্রপাতের রূপ
এখন ঢেউয়ের গতিবেগে
চমকায় রক্তমেঘ
নিঃশ্বাসে ধূলোঝড় ওড়ে
অরণ্যবেলায় কার মুখ মনে পড়ে
গাছগাছালির ভিড়ে
পাতাঝরা শীতের মৌসুমে দয়াময়ী
যদি যাই তবে ওই গহীন সবুজে
একা নও সেখানে তুমিও জেনো
সারারাত জেগে থেকে
ভোরের কুয়াশা জমা মায়াপরবশ
অনুভবে ডেকেছিল যে তোমাকে
ভাবো তাকে...
স্রোতের ভেতরে নেমে সেও আজ
দ্রবীভূত ধূলো ছেঁকে তুলবার
আয়োজনে মত্ত হল শেষে !
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯