প্রমথ বাবু স্বপনে দেখা দিয়া কহিলেন-
মনোরঞ্জনের তরে শিল্পরচনা করিও না হে বাছা !
স্বপ্নের কথা কি আর সব মনে রাখা যায় ?
শুধু এইটুকু মনে আছে-
আমি কহিলাম :
মতি-গতি তো ঠিক নাই অধমের !
শিশুতারকা মহাকাশবিদারী চিতকার করিয়া উঠিল-
তুমি অধম তাই বলিয়া আমি উত্তম থাকিব কেন !
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২