লিকুইড সোপ মেখে হাতের শুকোনো রক্ত
ভালভাবে ধুয়ে নিয়ে তবেই বসুন প্রাতঃরাশে
টেবিলে চাকুর পাশে পড়ে থাকা জন্মান্ধ আপেলখানা
হাতে নিয়ে নেড়েচেড়ে দেখা যাক
প্রজাতির শ্রেণী বিভাজন
রক্তবর্ণ আপেলে ছুরি চালালে
শুভ্রতা খুলে দেখাবে তার
তাই প্রাতঃরাশকালে দৈনিকের
পৃষ্ঠা খুলে দেখে নিন
দুয়ে দুয়ে মিলে কিনা চার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




