সম্বোধন তো সম্পর্কের ওপরই দাঁড়ায়...
কে যে কাকে কি বলে ডাকে !
আশির্বাদবাণী ছড়ানো তো গুরুদের মহান স্বভাব
আর পরভাবে মত্ত হইয়া কেউ
হতে পারে কেউকেটা
চতুস্পদ না হইয়াও তবু
করিতে পারে যে ঘেউঘেউ
সে নমুনা জানা আছে
আর সম্বোধনজনিত ইত্যকার জটিলতা নিয়া
বৃথাই ভাবিত হলে ক্যান মিয়া
বিবি তব হোক বা না হোক রাজি
তথাপিও ললাটে যে তব করল্লা ভাজি
গুরু এইদফা আপ্নের তরে লিখা...
কে যে কার কি বলে ডাকি !
সবি মিছে আর ফেকবাজি ... ফাঁকাফাঁকি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


