বিগত রাত্রি ও একটি নতুন দিনের সন্ধিক্ষণে ভ্রমনে বেরোনো মানুষের সগর্বে হাঁটাহাটি
দেখতে আমার ভালোই লাগছে আজকাল । বিশেষত স্বাস্থ্য সচেতনতা বাদেও এর আছে
আরও গুনাবলী কতিপয় । আর সংখ্যায় গণনা করে যারা হাত-পা নড়াচড়া করেন
অথবা দু" পায়ের ফাঁক দিয়ে মাথা নিয়ে উল্টোভাবে পৃথিবী দেখেন প্রত্যহ, তাদের এমত
কার্যবিধি নিয়ে আর কিই বা বলার আছে ! কেবলই ওজনমাপক যন্ত্রের কাঁটায় ঘুরছে
এসকল স্বাস্থ্যপিপাসু মানুষের মন- আর আয়ুর চেতন !