এক বছর আগে বনি আমিন নামের এক ইউটিউবার পশ্চিম বঙ্গের কোলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করেছিল, বাংলাদেশকে চেন?
অনেক ছাত্র ছাত্রীই বলেছিল, চিনি
বাংলাদেশ কোথায়?
আমাদের পাশের দেশ
বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রীর নাম জান?
উত্তরে ৭০% ছাত্র ছাত্রীই বলেছিল, জানি না।
তাহলে কি করে চেন?
পদ্মার ইলিশের জন্য।
ইসকনের চিন্ময়কে আটক করার পর থেকে ভারতীয় মিডিয়ার লাফালাফির চোটে শেখ হাসিনাকে ভারতের লোকজন না চিনলেও ডঃ মোহাম্মদ ইউনুসকে ভালই চেনে। পুরো পশ্চিমব্ঙ্গ নয় পুরো ভারতেই এখন ডঃ মোঃ ই্উনুস পরিচিত। ছোট বড় সবার মুখে মুখে ডঃ মোহাম্মদ ইউনুসের নাম। বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট বা প্রধান মন্ত্রীর নাম ভারতে লোকজনের কাছে এতো পরিচিত ছিল না, এবার হয়েছে।
ডঃ মোঃ ইউনুসকে ভারতের সর্ব সাধারণের কাছে অধিক পরিচিত করে দেয়ার জন্য মিন মিন মিন ময়ুখ রঞ্জন ঘোষকে অভিনন্দন।
যারা বিশ্বাস করতে চান না তাদেরকে নিচের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল
https://www.youtube.com/watch?v=mpLTWnyiZS4
https://www.youtube.com/watch?v=gNgbC-J20s4
https://www.youtube.com/watch?v=mAbmL5mXSQc
https://www.youtube.com/watch?v=gsr_33On6pI