আজকের প্রথম আলোয় ৮ম পাতায় বাংলাদেশর এই মানচত্রটি ছাপা হয়েছে। মানচিত্রটিতে কুড়িগ্রামের দুটি উপজেলা 'রৌমারি' এবং 'চর রাজীবপুর ' নেই, কেন নেই? এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার ঘোষনায় এই মানচিত্র প্রকাশিত হয়েছে। কোথায় গেল এই উপজেলা দুটি? এটা কি এখন বাংলাদেশের অংশ নয়?
প্রথম আলোর প্রকাশিত মানচিত্র দেখতে ক্লিক করুন
উল্লেখ্য ভারত বেশ কয়েকবার এই উপজেলা দুটি দখল নেবার চেষ্টা করেছে, বারবার অনুপ্রবেশ করেছে, বেশ কয়েকবার ছোট খাট যুদ্ধও হয়ে গেছে।২০০১ সালে যুদ্ধ বিশ্ব কে জানান দিয়েছে । তাহলে প্রথম আলো কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ?
গুগুল মানচিত্রে বাংলদেশ
প্রথম আলোর বাদ দেওয়া অংশ সমূহ
এই ইতিহাস শিক্ষা কি ভুল না অন্য কোন উদ্দেশ !!! সকল ভুল কি ক্ষমা যগ্য ???????
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



