প্রথম আলুতে একটু আগে একটা খবর দেখলাম , পড়ে হাসুম না কাদুম বুঝতে পরছিনা !!! খবর টা হলো ।
"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘ফেসবুক পেজ’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফেসবুক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল আজ মঙ্গলবার রাত ১০টার দিকে প্রথম আলো ডটকমের কাছে এ দাবি করেন।
শাকিল জানান, বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজকে অফিসিয়ালি ভেরিফাই (যাছাই-বাছাই) করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক এটাই প্রথম কোন বাংলাদেশি নাগরিকের পেজের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন।
শাকিল আরও বলেন, বর্তমানে সজীব ওয়াজেদের নামের পাশে একটি আকাশি রঙের বৃত্ত রয়েছে। কোনো জনগুরুত্বপূর্ণ ব্যক্তিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তাঁর নামের পাশে এই ধরনের বৃত্ত দেওয়া হয়। গত ১৬ জুলাই দেশে আসার পর এই ফেসবুক পেজটি খোলেন জয়।"
প্রথম আলুর লিঙ্ক
আসুন জানি ফেসবুক অফিসিয়ালি ভেরিফাই কি ?
যে কোন সুপরিচিত পাবলিক আকাউন্ট এবং পেজ (উদা: সেলিব্রিটি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্রান্ডের এবং ব্যবসার) একটি খাঁটি পরিচয় থাকার ফেসবুকে দ্বারা যাচাই করা হয়. আপনি তাদের নামের পাশে একটি নীল ব্যাজ দেখতে পাবেন, এতে সহজে অন্যরা আপনি আপনার প্রোফাইল বা পেজ খুজে পাবে এবং ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেব সাথে অপনিও আপনার সেই ভুয়া আকাউন্ট বা পেজ বন্ধ করার ব্যাবস্তা গ্রহণ করতে পারবেন ।
ফেসবুক অফিসিয়ালি ভেরিফাই কি?
শুধুকি ফেসবুক অফিসিয়ালি ভেরিফাই করে ?
না , অনেক আগ থেকেই টুইটার এই ব্যবস্তা গ্রহণ করছে আর ফেসবুক তা ফলো করেছে ।
লিঙ্ক
প্রথম আলুর , তেলে ভাজা আলু খাইতে বেস তবে তা বুদ্ধি প্রতিবন্ধীর বিষয় সেইরম বেস ......।।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



