রহমান জাহিদ: বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ আদায় বিভাগের কর্মকর্তা মোল্লা মো. হাসেমুল হক। প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ঢাকার প্রথম সহকারী জজ শওকত হোসেনের আদালতে দ্বিতীয় বিবাহের অনুমতি চেয়ে রিভিশান মামলা করেছেন হাসেমুল হক। বিচারক মামলাটির গ্রহণযোগ্যতা বিষয়ে আগামী ১৩ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেছেন।
হাসেমুল হক দ্বিতীয় বিয়ের আবেদনে বলেন, ১৯৮১ সালের ৮ মার্চ জাবেদুন নাহারকে বিয়ে করেন। স্ত্রী একই ব্যাংকের কর্মকর্তা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। প্রায় ৪ বছর ধরে তার স্ত্রী আলাদা বসবাস করছেন। ফলে দ্বিতীয় বিয়ের অনুমতি চান। কিন্তু তার স্ত্রী তার সঙ্গে একত্রে বসবাসে রাজি নন এবং দ্বিতীয় বিয়ের অনুমতিও দিচ্ছেন না। এই বয়সে নিঃসঙ্গ জীবনযাপন সম্ভবপর নয় বলে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চেয়ে ঢাকা সিটি করপোরেশনের সালিশী পরিষদে মামলা করেন। ঢাকা সিটি করপোরেশন দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়নি। ফলে ওই আদেশের বিরুদ্ধে এই রিভিশন মামলা করেছেন।
সুত্র: আমাদের সময় ৬/১০/১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



