এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃস্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
খালিদের গাওয়া এই গানটা আমার অনেক প্রিয়। তাই শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


