এক বেডায় শরাইখানায় হের বান্দররে নিয়া ঢুকনের পর মদের অর্ডার দিসে! মদ খাওন শুরু করার সাথে সাথে হের বান্দরে পুরা শরাইখানার ভিতরে লাফালাফি লাগাইয়া দিল! লাফাইয়া লাফাইয়া তাক থেইকা কিছু রুটি নামাইয়া খাইতেছে, দৌড়াইয়া পিস পিস করা লেবু খাবলাইয়া ধরছে, হেরপর দৌড় দিয়া পুল খেলার টেবিলে উইঠা ঝাপাঝাপি শুরু কইরা দিসে। ওর সামনে আপলের মতন লাল বল পাইয়া মুখে ঢুকাইয়া চুষতে চুষতে খাইয়া ফেলছে পুরাডাই!
শরাইখানার মালিক ক্ষেইপা বান্দরের মালিকরে কয়, "তোমার চোখ আন্ধা নাকি, কিচ্ছু দেখতাস না? "
বান্দরের মালিক: না, কি হইসে?
শরাইখানার মালিক: বান্দরটা এইমাত্র পুলের বলডা পুরাই খাইয়া ফেলাইছে
বান্দরের মালিক: এইটা অবাক হবার কিছু না! ও চোখের সামনে যা পায় তাই খাইয়া ফেলে! ফালতু ব্যাপার! ও কি কি খাইসে দাম কও আমি সব টেকা দিয়া দিমু!" মদ খাইয়া বেডায় বান্দররে নিয়া চইলা গেল হেলতে দুলতে!
এক সপ্তাহ পর বেডায় আবার আইসে শরাইখানায়, সাথে আছে বান্দরটা! মদের অর্ডার দিল, বান্দরটাও শরাইখানার ভিতরে দৌড়াদৌরি শুরু কইরা দিল যথারিতি!
বেডায় যখন মদ খাইতেছিল, বান্দরটা লাল লাল কিছু চেরী খুইজা পাইসে টেবিলে। ঐগুলান একটা একটা কইরা খাবলাইয়া ধরতাসে, আস্তে কইরা নিয়া পাছায় ঘষতাসে, তারপর গিইলা খাইয়া ফেলাইতেসে!
এইগুলান দেইখা শরাইখানার মালিকের গা ঘিন ঘিন করা শুরু হইসে!
বান্দরের মালিক: এখন ! কি করছে ?
শরাইখানার মালিক: হে একটা একটা কইরা চেরী নিতাছে, পাছায় ঢুকাইতেছে, বাইর করতাসে, তারপরে খাইতাসে
বান্দরের মালিক: বুঝছি, এইটাতে আমি অবাক হই নাই! সে এখনও চোখের সামনে যা পাই তাই খাইয়া ফেলে, তয় আগের সপ্তাহের পুলের বল খাওনের পর থেইকা কিছু খাওনে আগে পাছায় ঘইষা সে সবকিছুর মাপ নিয়া নেয়!
উৎস: বন্ধুর হার্ডডিস্ক
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




