ভালোবাসা তুমি চাঁদের আলোয় ভেজাভেজা সুখ,
ভালোবাসা তুমি মায়া ভরা হাসি, মধুর প্রিয় মুখ,
ভালোবাসা তুমি মায়ের আঁচলে জড়ানো অঝর বৃষ্টি,
ভালোবাসা তুমি স্নেহের পাতায় বাবার অপলক দৃষ্টি,
ভালোবাসা তুমি মিষ্টি আপুর দুষ্টুমির পসরা,
ভালোবাসা তুমি ভাইয়ের বুকে চাওয়া পাওয়ার খসড়া,
ভালোবাসা তুমি হৃদয় মাঝে প্রেমিকার শিহরিত আন্দলন,
ভালোবাসা তুমি বন্ধুর টানে শিরায় শিরায় স্পন্দন ...
_________________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




