Π সুখের আকাশে মন্দাভাব,
তাইতো দুখের আকাশে হতাশার
মোমবাতি প্রজ্বলিত হয় দিবা রাত্রি...
সুখের সংখ চিল হয়ে গেছে আগ্রাসী সুখ খেকো
বুনো শকুন....
হৃদয়ের পরশে রং তুলিতে আঁকা ছবিগুলো তোলে
না হৃদয়ে স্পন্দন ....
যতন করে যাচিতে গেলে অযাচিত হয়
ত্রুটির রোষানলে....
মায়া মুখে ছায়া পড়ে চৌরাস্তার মোড়
হয়ে গেছে একমুখী পথ...
যোদ্ধার বেশে পরাজিত সৈনিক,
বেঁচে থাকে লক্ষ যোদ্ধাদের পিছে বলে,
নাজুক গর্দান নুইয়ে যায় ক্রমাগত
অকেজো হতে চলা মগজের ভারে....
_______________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




