বাংলাদেশে এখন আমরা আসলে নিজে না শুধরে অন্যের ভুল ধরতে বেশি অভ্যস্ত। নিজে দুর্নীতি করি কিন্তু অন্যকে সৎ থাকতে বলি। এখন বাংলাদেশের কোন সেক্টরটি ভালো আছে বলতে পারবেন।
১। রাজনীতি: ভালো মানুষের রাজনীতি এখন আর নেই। এখন রাজনীতি করতে হলে আপনাকে গুন্ডা, হোন্ডা, শোডাউন ,অর্থ থাকতে হবে। না হলে ভোটের রাজনীতিতে আপনার ভোট থাকবে না । এলাকায় ভয়ের সংস্কৃতি তৈরি করতে হবে।
২। সরকারি চাকরি ও দুর্নীতি: দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। সৎ লোকের সংখ্যা খুব কম
৩। ব্যবসা: ব্যবসায়ীদের অতি মুনাফা , ভেজাল খাদ্য দ্রব্য তৈরি।রমজানে দাম বৃদ্ধি করা ।
৪। ঠিকাদার : ঠিক মত কাজ করে না ।আবার পদে পদে ভাগ দিতে হয়। বাংলাদেশে একটি ডিপার্টমেন্ট আছে সেখানে আপনাকে ঘুষ দিতেই হবে। ওয়ান ইলেভেনের সময়ে ওটা চালু ছিলো।
৫। মাদক ব্যবসা: মাদক ব্যবসা করে রাতারাতি ধনী হওয়ার প্রবণতা
৬।ক্ষমতায় আঁকড়ে থাকার প্রবণতা: দিনের ভোট রাতে হোক ,তাও ক্ষমতা ছাড়া যাবে না ।
৭। চাঁদাবাজি,ছিনতাই, রাহাজানি
৮।অন লাইন প্রতারণা
৯। শিক্ষকদের ক্লাসে ঠিকমতো না পড়ানো। কোচিং বানিজ্য।
১০। ডাক্তার দের অতিরিক্ত ফি নেয়া।কেউ তার নিজের কর্মে ও পেশায় সন্তুষ্ট না।
১১। ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচার।
আরো অনেক কিছু আছে। আপনারা যুক্ত করে নিন।
এই যদি হয় বাংলাদেশের অবস্থা তাহলে নতুন দল এর নতুন নেতৃত্ব এর কাছে কি প্রত্যাশা করতে পারি । এই দেশে এখন যে যত গালি দিতে পারে সে বড় নেতা।
তাই এই দেশের আমুল পরিবর্তন এত সহজ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


