কত কাল পরে কালো মেঘ ছেড়ে
উঁকি দিল বাকা চাঁদ,
অমানিশা ঘোরে ভালোই লাগিছে
আলো ছায়ার এই রাত ।
কোথা হতে এক অচেনা ফুলের চেনা চেনা সুঘ্রান
নিশীথ রাতের হাওয়ার সাথে জেগে আছে অম্লান।
দূরে কোথাও আষঢ়ের ঢল নামিয়াছে মনে হয়
চাঁদের আলো বাদলের জলে থেমে যায় এ সময়।
কী অদ্ভুত এক রুপকথা আজ
যেন রচিছে এই খানে,
সমগ্র নগর ঘুমিয়ে আছে ,
এই রুপকথার আছে কোন মানে?
তবুও এক নিসঙ্গ পথিক
চাঁদের আলোয় চেয়ে ,
ক্লান্ত হয়ে হেটে চলেছে
এই নগরের পথ বেয়ে।
ঝিঝি পোকাদের ক্রন্দন
থেমে গেছে সেই কত কাল ধরে,
জোনাকিরা আলো দিয়ে-
ক্লান্ত হয়ে ফিরে গেছে ঘরে।
এমনি কত নিশি ঘোরে
হেটে গেছি এই পথে- হায়
জীবনে যে শুরুই দেখেনি,
অস্ফূটে কেন তার জীবন ফুরায়?
সারা নিশি এই পথে ছুটে ছুটে
পুব আকাশে ঐ সুরুজের আলো ফুটে,
তবু পথের হলোনা শেষ,
পুব আকাশের সুরুজের পানে,
বিষন্ন হয়ে চেয়ে থাকি অনিমেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




