মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, তারা অদৃশ্য হওয়ার পদ্ধতি আবিষ্কারে যথেষ্ট সফলতা অর্জন করেছে। যুদ্ধে সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য এটি ব্যবহার করা হবে। আলোকরশ্মি ব্যবহার করে অদৃশ্য হওয়া যাবে বলে তারা জানায়। ডেইলি মেইল।
সামরিক বাহিনী সূত্রে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষা বাহিনী এবং কানাডার সামরিক বাহিনীর দুটি দল যৌথভাবে এই পদ্ধতি নিয়ে গবেষণা করছে। এদের মধ্যে বিশেষ সন্ত্রাস দমন বাহিনী কানাডার ফেডারেল ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যরাও রয়েছেন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এটির গবেষণা কাজ করা হচ্ছে বলে জানান তিনি। তবে এ পদ্ধতির কার্যকারিতা নিয়ে এখনও পরীক্ষা চালানো হচ্ছে।
জানানো হয়, আলোকরশ্মি কোনো ব্যক্তি বা বস্তুর ওপর ফেললে চারপাশের পরিবেশের প্রতিচ্ছবির প্রতিফল তার ওপর গিয়ে পড়বে। ফলে ওই ব্যক্তি বা বস্তু অদৃশ্য সেখানে অবস্থান করলেও তাকে দেখা যাবে না। শত্রুঘাঁটিতে অভিযান চালানোর সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে এটা ব্যবহার করা যাবে। নাইট ভিশন চশমাকে (অদৃশ্য বস্তু চিহ্নিতকরণ চশমা) ফাঁকি দিতে পারবে এই পদ্ধতি। শুধু এই চশমাই নয়, বিমান বা সাবমেরিন চিহ্নিত করার রাডারের চোখও এড়ানো সম্ভব এই অদৃশ্য হওয়ার পদ্ধতির মাধ্যমে। ফলে দ্রুত শত্রু ব্যূহ ভেঙে ঢুকে পড়তে পারবে সেনাসদস্যরা। গবেষকরা মনে করছেন, ভবিষ্যত্ পৃথিবীর যুদ্ধে এটিই হবে সবচেয়ে বড় হাতিয়ার।View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




