যে পথে পাখি পখির দল ছুটে ফিবোনাক্কি ইকুয়েশনে
সে পথে ব্যাথালীন রিধি-র ছুটে চলা যেন ঠিকানা বিহীন পথিক
শরতের কাশফুলেও বলত ভালবাসা কি দূর পাণে ভেসে যাওয়া সাদা মেঘ?
খুঁজতে খুঁজতে ভেলা ভাসতে ভাসতে অবশেষ আছঁড়ে পড়ে স্নিগ্ধ পিপাসী ও ঠোঁটে
ও ঠোঁটে টকটকে রক্তজবায় রাঙানো লাল রং
আমার সমস্ত ভেসে যাওয়া ফেরারী ভালবাসা ঐ লাল ঠোঁটে
অসহ্য চুম্বনে;
ব্যাথালীন হৃদয়ে সাজিয়ে দেয়া লাল গোলাপ বাগানে
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






