জীবনের খাতা থেকে ২০০৯ চলে
যাচেছ অথচ কি পেলাম?
নিয়তি আমাকে কি দিল,আর আমিই বা সমাজকে কি দিলাম?
উওর সহজ-কিছুই না।
তবে কি আমি অকর্মা,না কি প্রানহীণ?
ভাবতে খুব কষ্ট হয় ,কষ্ট হয় জীবনের হাল খাতার দিকে ফিরে তাকাতে।
জীবনে যা চেয়েছিলাম,বা এখনও যা চাচিছ তা কি আদৌ পুরণ হবে?
না-কি সমাধি ঘঠবে লালিত সেই স্বপেনর,
দয়াময় প্রভুর সকাশে আমার প্রাথর্না,হে প্রভু-আমাকে তুমি স্বপ্ন পুরনের রাস্তা বলে দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




