সত্য বলার হাজারো চেষ্টায় ব্যর্থ হই,কারন মানুষ বলে কটুভাষী
আমার তো নেই সেই দীপালিরকা মতো কপালী,
আমি নিঃস্ব,আমি ভিক্ষাসী আমি কালাতিক্রম করি ভুজান্তরের ভুতধাতরীতে
আমার ব্যর্থ চিৎকারা শুনবে কি দিপালী,
এ ধারায় আছে কি কমপক্ষে একটি মাএ লোক যে হবে -
সমাজে গ্রহনীয়,কথা হবে কন্ঠভুষন,যাকে মান্দ্যতা কখনও ছুতে পারবেনা,
তাকে বলবেনা কাটুভষী।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




