একটি বনে বাস করতো বাঘ আর হয়েনা,
দোজনের মাঝেই ছিল অনেক অহংকার কে কিভাবে ভালো শিকার করবে,
এভাবেই অনেক দিন কেটে গেলো বাঘ শিকার করে পেটভরে খায়,
আর হায়েনা না শিকার করতে পাড়ে না পারে খেতে ।
বাঘ যখন শিকার ধরে পেট ভরে খায়, হায়েনা তখন মনে মনে কর্ষ্টপায়।
আর বাঘ খাওয়া শেষে যখন চলে যায় , তখন হায়েনা এসে হাড় গোলি
খেতো। এড় কারন ছিল বঘ যখন শিকার করতো হরিণের
দলের পাশে চুপি চুপি তাক ঠিক করতো,
যে কোন হরিণকে সে শিকার করবে এবং প্রাই আধ ঘন্টা চিন্তা করে।
যে কিভাবে শিকারেড় উপর আক্রমন করবে,
তার পর আক্রমন করে আর শিকার ধরেন।
আর হায়েন করতকি হূট করে হরিণের দলের মাঝে ঢ়ুকে পরে,
আর সামনে যেটাকে পায় সেটাকেই তারা করতে থাকে।
লাষ্ট পরযন্ত একটা শিকার ও করতে পারতোনা।
তাই যে জেটাতে আছেন সেটাতেই লেগেথাকেন
আপনার উন্নতি হবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




