তুমি যদি আমার হইতা !

তোমারে নিয়া পইড়া থাকতাম।
চৈত্রের পোড়া পাহাড়রে আমি,
শ্রাবণের ঝড়ো সবুজের বন্যায় ভাসাইয়া দিতাম।
চিম্বুকের এক জুমে, তোমারে নিয়া
খুনী জোছনার চন্দ্রাবিলাসে মাইতা উঠতাম।
মাতামুহুরির উজানে একখান বাঁধ বসাইতাম,
কষ্টি পাথরের বাঁধ, সেই পাথরে ঘইষা ঘইষা
তোমার কঠিন হৃদয়ডারে, নরম করতাম।
কালবৈশাখীর সময়, ঈশান কোণের কালো
মেঘগুলারে আমি ধনেশ পাখি বানাইয়া... বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ১৯ বার পঠিত ০

