
তোমারে নিয়া পইড়া থাকতাম।
চৈত্রের পোড়া পাহাড়রে আমি,
শ্রাবণের ঝড়ো সবুজের বন্যায় ভাসাইয়া দিতাম।
চিম্বুকের এক জুমে, তোমারে নিয়া
খুনী জোছনার চন্দ্রাবিলাসে মাইতা উঠতাম।
মাতামুহুরির উজানে একখান বাঁধ বসাইতাম,
কষ্টি পাথরের বাঁধ, সেই পাথরে ঘইষা ঘইষা
তোমার কঠিন হৃদয়ডারে, নরম করতাম।
কালবৈশাখীর সময়, ঈশান কোণের কালো
মেঘগুলারে আমি ধনেশ পাখি বানাইয়া দিতাম।
সন্ধ্যার পর, কালপুরুষের জন্ম হইলে,
আকাশটা তোমার পায়ের সামনে আইনা দিতাম।
বৈলামের বনে, জংলা পাতা দিয়া,
পারিজাতের ফুল দিয়া একখান বাসর ঘর সাজাইতাম।
তারপর বলতাম, আমি তো তোমারে
ভালোবাসি আনন্দময়ী ! আর কত জনম পার হইলে
তোমার অন্তরে ঠাই দিবা গো? কত বসন্ত
তোমার প্রেমের আগুনে পোড়াইবা?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




