আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন কারীদের উদ্দেশ্য করে বলেছেন,
“কোটা প্রথা নিয়ে আন্দালনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।।”
হে মাননীয় প্রধান মন্ত্রী একটু বলবেন কি, এই কাজটা কেন তখন করা হয় না যখন আপনার মহান ছাত্রলীগ সেনারা এক একটা ক্যাম্পাসকে নরকে পরিনত করে। কেন তখন ভিডিও দেখে তাদেরকে বাতিল করা হয় না?? চাকরি না দেয়ার ঘোষণা দেয়া হয় না??
আপনি আরও বললেন "যারা আন্দোলনের নামে ভাঙচুর করে তারা কিসের মেধাবী।” হুম তাদের দোষ তারা শুধু ন্যায্য দাবীর জন্য আন্দোলন করেছে।। তাই বলে তারা সব মেধাহীন হয়ে গেল??!! ছাত্রলীগ যখন শিক্ষক পেটায় (ভাংচুর বাদ দিলাম) তখন কোথায় থাকে আপনার মেধাজ্ঞান??
আর কত দেখাবেন মাননীয় প্রধানমন্ত্রী!?? দেখতে দেখতে এখন সবাই অনেক ক্লান্ত। এবার একটু নাটক বন্ধ করুন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




