চারপাশে দুপুরের দুর্বিসহ দহন
হৈমন্তিক মেঠোপথে দুলে উঠে
গাভীন ধানের ডগা
পাশের বাঁশঝাড়ে ঘুঘুর একটানা
কলোরব।
অকস্মাৎ;
পূবালী হাওয়া দুল খেয়ে যায়
দুলে উঠে রজনীগন্ধা, গোলাপের ঝাড়
আবছা দূরে ভেসে উঠে সবুজ-শ্যামল এক গ্রাম
যেখানে তোমার বসবাস।
তখন ঐ গ্রামে তুমি কেমন থাকো?
ভালো থাকো তো? ...
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




