আমাদের সরকার ক্ষমতায় আসার পর কোন ক্রসফায়ারের ঘটনা ঘটেনি!!!!!!!.........উক্ত্ বক্তব্য প্রদানকারি আমাদের সরাষ্ট্রমন্ত্রী । তিনি গতকাল তার মন্ত্রানালয়ে সাংবাদিকদের সামনে এ তথ্য উপস্থাপন করেন।
তার এ বক্তব্য বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকে সকালে
পত্রিকার হেডিং দেখার সময় এ খবরটির উপর চোখ আটকে গেল।
আবার এ খবরের ঠিক নিচে আর একটি রিপোর্টে দেখলাম মাদারিপুরে দুই সহদর খাইরুল খালাসী ও লুৎফর খালাসী ক্রসফায়ারে মারা গেছে।
এভাবে প্রতিদিন কেউ না কেউ ক্রসফায়ারে আইন বর্হিভুতভাবে মারা যাচ্ছে । সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে কেন এই মিথ্যার বেসাতি। তবে কি প্রতিদিন এভাবে আইনবর্হিভূত মানুষ মারা যাবে আর সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা অস্বীকার করবে। এভাবে আর কতদিন??
এটাই কি ডিজিটাল সরকার এর ডিজিটাল সিস্টেম!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



