.
শেরে বাংলা হল হয়ে …পলাশী মোর পেরিয়ে আজিমপুরে গেলাম ।
লক্ষ হল উত্তরা যাওয়া কিন্তু তার পূর্বে লক্ষ হল সুচনা পরিবহনের টিকেট কাউন্টারে যাওয়া.
তো ভাল টিকেট কিনলাম বাসে উঠলাম উত্তরা গেলাম….
যাবার সময় কিভাবে গেলাম এটা নয় পরেই বললুম..
.
আবার ফেরার পথে একই বাসে করে,,,
ফিরছি তো কাকলী পর্যন্ত ভালই আসলাম …এই ভাল এর মানে এই নয় যে
জ্যাম বিহীন ভাবে আসা্, ,ঢাহা সিটিতে সচরাচর যা থাকে তা পেরিয়ে।।
কাকলী পার হলাম যখন তখন মনে মনে ভাবলাম বাঁচা গেল…
অন্তত ভাষানী নভোথিয়েটার পর্যন্ত জ্যামে পরতে হবে না
কিন্তু যখন বাস মহাখালী ফ্লাই ওভার পার হতে
চাইল কোন অদ্রশ্য জ্যম যেন আমাদের বাস টাকে টেনে ধরল।
ওমা ফ্লাই ওভার এর উপর সারি সারি দাঁড়িয়ে আছে গাড়ী গুলো
ফ্লাই ওভার এর উপর জ্যাম, তো ভাল এই জায়গায় দাড়ালাম
১ ঘণ্টা।
তবে এই ১ ঘণ্টার মাঝে অনেক কিছু শিখলাম
অনেক কিছু নতুন GRE word শিখলাম মনে হয়..তাও আবার
বাসের হেলপার এর কাছে...
সেটা হল..তার পাশ দিয়ে যখন কোন প্রিইভেট কার পাশ কাটিয়ে
যেতে চায় তখন সে ড্রাইভার কে এই বলে এলাড়ট দেয় যে
বামে পেলাস্টিক
তার মানে পেলাস্টিক মানে প্রিইভেট কার ...
এরকম আর কিছু G R E word
বস্তা======ট্রাক
মটু====মাইক্রও
ছোট====CNG
ইত্যাদি এরকম আরও অনেক GRE WORD.
তো ভাবলাম আমার 1 H সময়টা বৃথা গেল না।
GRE Exam এ কাজে দিব.
.
এইবার বলি যাওয়ার বেলায় কি জ্যমে পরছিলুম.
আমাদের চিরাচরিত জ্যাম আজিমপুর হতে নিঊমা্রকেট
এই রোজা রমজানের দিনে মনে হয় বাংলাদেশের সব নারী
এই মার্কেট টাতে মনে হয় হুমরি খেয়ে পরে ....
সেই কারনে এইখানের জ্যামের কথা নাই বললাম.
আর আজকাল কার নারীদের জালায় মনে হয় আমাদের
মত ছেলেরা বসুন্ধ্ররা কিংবা অনান্য শপিং মলে রোজা
থেকে শপিং করা সম্বভ নয় .
তাই ম্যামদের উদ্দেশে বলা ....
" বাকী এগার মাস না পারলেও এই একটা মাস কি তাহারা পারেন না dress up gate up টা....আর বললুম না "
ছিলাম কোন টপিক এ আর গেলাম কোন টপিক এ.
যাই হোক সর্বষেশে আমার মনে হয় আগামী ৫ বছর পরে আমাদের এই
সিটিতে থাকা মনে হয় না সম্ভব ...যদি দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ না করা
হয়.....
তাই লাইন গুলো লিখতে লিখতে কাজী শাহরিয়ার শুভর এই গানটা মনে পরে গেল..
সকালের আলো যদি জমে ওই চোখের কোনে প্রজাপতি ডানার মত ঘাসফুলের ভিড়ে শিশির কনায় ভিজে ভেষে যাব মেঘের মত হৃদয়ের আলো জ্বেলে নিয়ে নতুন বারতা নি্যে ...
ক্লান্তির এই শহর ছেরে ফিরে চল সবুজ বনে অথবা ওই চাদেঁর কনে…
ক্লান্তির এই শহর ছেরে ফিরে যাব সবুজ বনে অথবা ওই চাদেঁর কনে…
.
গানটা শুনতে কিংবা ডাউনলোড করতে এইখানে যান
গানটা কিন্তু অনেক সুন্দর ...অন্তত মেজাজ টা ভাল ভাল হবে.আর মেজাজ ভাল থাকলে আরও ভাল হবে.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




