তাহলে বের হয়ে আসবে তিন বর্ণের একটি শব্দ "টিকিট"
এইবার ক্রিকেট বিশ্বকাপ এর টিকেট মনে হয় অধরাই হয়ে থাকবে.
ইতিমধ্যে ধানমন্ডি শাখায় প্রায় ৫৫০ জনের চেয়ে বেশি লাইন ধরছে
আর নিঊমারকেট শাখায় আরও বেশি..............
শুনেছিলাম একদিনে সর্বোচ্চ ৪৮০ জনের কাছে টিকেট বিক্রি হবে.
তাহলেতো আর লাইনে দাঁড়িয়ে থাকে কি হবে...
তাই চলে আসলাম
আমাদের তো আর কেউ নাই যে, টিকিট কোন ভাবে ম্যনেজ করব...
ভাবছিলাম কালকে ভোর সকালে গিয়ে লাইন ধরে টিকিট কাটব
আজকে গিয়ে যে অবস্থা দেখলাম তাতে কালকে যাওয়ার চেয়ে ঘরে বসে মুড়ি চিবানো ঢের ভাল হবে মনে হয়.
একটা টিকিট পাওয়া আর সোনার হরিণ হতে পাওয়া একই মনে হচ্ছে.
ভাই কেঊ যদি কালকে টিকিট পেয়ে থাকেন তাইলে এক্টু শেয়ার কইরেন.
তাইলে দুধের স্বাদ ঘোলে মিটাইতাম.....
ভাল থাইকেন আপ্নারা
এই রকম আজে বাজে পোস্ট দেয়ার জন্য দুঃখিত...ভাই আমি টিকিট এখন চরম ডিপ্রেসড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




