কোনো ক্ষেত্রেই দুর্নীতি হয়নি
প্রথম আলো অনলাইন ডেস্ক
দুর্নীতির বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানের কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের সময় জ্বালানি ও বিদ্যুত্ খাতসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতি হয়নি।
গতকাল রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী আবাসিক মিশনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় বাংলা পত্রিকার সাংবাদিকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমরা তা দৃঢ়ভাবে মোকাবিলা করছি। কিন্তু আমাদের সময়ে বিদ্যুত্সহ কোনো খাতেই কোনো দুর্নীতি নেই।’
আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ১৫ ফেব্রুয়ারির মতো ভোটারবিহীন কোনো নির্বাচন দেশে হবে না। আগামী নির্বাচনে জনগণ অংশ নেবে, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ ওই নির্বাচনে অংশ নেবে।
তত্ত্বাবধায়ক সরকারের নেতিবাচক দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বে সংসদীয় গণতন্ত্রে যে পদ্ধতিতে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে তাঁর দলের জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদ প্রকাশ করে বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) আগামী নির্বাচন সম্পর্কে আশাবাদী। আমরা জয়ী হব, ইনশা আল্লাহ।’
এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকারের অধীনে বিভিন্ন স্থানে পাঁচ হাজার ১০০টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো দলীয় সরকারের অধীনে এত শান্তিপূর্ণ নির্বাচন কখনো অনুষ্ঠিত হয়নি।
বর্তমান সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণ তাদের ভোটের মালিক। তারা কাকে ক্ষমতায় আনবে, এটা তাদের পছন্দের বিষয়।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীদের একদিন বিচারের আওতায় আনা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




