কেয়ামতের দিন প্রতিটি মানুষের অবস্থা হবে ভয়াবহ। কেননা সেদিন প্রতিটি মানুষকে তার কর্মের জবাব দিতে হবে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মে সতর্ক করেছেন, 'যার হিসাব পরীক্ষা করা হবে; তাকে আজাব দেওয়া হবে।' তবে কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন তিনি।
আসুন দোয়াটি জেনে নেই:
اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابَاً يَسِيرَاً
উচ্চারণ : 'আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা।'
অর্থ : 'হে আল্লাহ! (কেয়ামতের দিন) আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও।'

সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




