বাংলাদেশ হচ্ছে একটা লাইফ চান্স-এর দেশ
এখানে অনেক মন্ত্রী আর সচিব আছে
যাদের কেরানি হবার যোগ্যতা নেই।
****************************************
মেরুদন্ডহীন মানুষের চেয়ে
নেড়ি কুকুরের সাথে বন্বুত্ব উওম।
কেননা সংগী বিপদে পড়লে নেড়ি কুকুর চিতকার করে।
আর মেরুদন্ডহীন মানুষ নিংশব্দে সরে যায়।
(সুবিধাবাধী সংস্কারবাদীদের উদ্দেশ্যে)
**************************************
এদেশের সবাই লুটপাট করছে
আর যারা করছেনা বা পারছেনা
তারা পুস্টিহীনতায় ভুগছে।
(সুবিধাবাধী সংস্কারবাদীদের উদ্দেশ্যে
***************************************
জামাত ক্ষমতায় গেলে
দোজখের সংখা
আর একটি বূদ্বি পাইবে।
************************************
পুরুষের রুপ ধরা দেবে
যদি তাকে কিছু অর্থ দেয়া যায়
আর নারীর প্রকূত রুপ ধরা পড়বে
যদি তার অর্থ সংকট থাকে।
*****************************************
।বাংলাদেশের অনেক মন্ত্রালয় আছে
আরো দুটো মন্ত্রালয় জরুরী প্রয়োজন-
একটি হল তদ্বির মন্ত্রালয় ও অন্যটি উদ্বোধন মন্ত্রালয়।
***************************************
এদেশের বিয়ের বাজারে একজন পিএইচডি
ডিগ্রিধারীর চেয়ে নিরক্ষর গ্রীনকার্ড ধারীর
মূল্য অনেক বেশি। ।
****************************************
আমাদের দেশের নারীরা পর্দায় থাকে না।
তাই বন্যা-খরা হয়।
আর এই জন্য সাহায্য চাইতে হয়
যারা নগ্ন থাকে -তাদের কাছে।
***************************************
যিনি রাজাকারদের সমর্থন নিয়ে ক্ষমতায় যান
তিনি কি করে আপসহীন তাপসী হন।
************************************
... চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




