তোমার উদিত বিস্ময়
অনভ্যস্ত চোখ আমার দ্বিধান্বিত হয়ে যায়,
দুমড়ে যায়, মুচড়ে পড়ে তোমার—
বিস্ময়ের অভিমুখে..।
সংকোচের মরীচিকা ঝরে যায়,
চেতনার লুপ্ত কণারা ফিরে আসে;
পুষে রাখা স্বাতন্ত্র্যবোধ চাপা দিয়ে তারা—
নেমে পড়ে স্বাতন্ত্র্যবিরোধী মিছিলে..।
উন্মাদের মতো ঘুরে বেড়ায় কেবল—
প্রান্তে ও-প্রান্তে,
তোমার আবির্ভাবের উৎসে..।
- Tareq I Imon বাকিটুকু পড়ুন

