দুটুকরো বরফের থেমে যাওয়ার ছন্দ;
অধস্বচ্ছ জমাট জল...
বিশাল বক্ষা এক নারীর দেহ
ভাঁজে ভাঁজে কাপড়ে জল ক্লান্তির।
লো ভোল্টেজে উপরে যান্ত্রিক পাখার
বৃদ্ধ বয়সের গতি...
ওড়নাটা উড়ছে চেয়ারের মাঝে আর
কেবল সময়টার মাঝে গতি অতি।
গ্লাসে বরফ তাই তরল হয় গলে গলে,
কাপড়ের ভাঁজের জলগুলো তাই
হারাতে শুরু করে ভেতরের হীরকোঞ্চল।
রান্নাঘরের সংকেত নাসারন্ধ্রে পৌঁছায়,
ছন্দ হিল্লোলে সমুদ্র নাড়িয়ে
নারীও সে ঘরে পৌঁছায়।
উত্তাল দেহ যেন ঘামে ভেজানোর
এক স্বার্থকতায় পূর্ণ...।
গ্লাসটা এখস টেবিলে পূর্ণ জলময়,
বরফ শূণ্য। উদ্বাস্তু ওড়নাটা সুশ্রী মুখ,
চিবুক, বিশাল বক্ষ ছুঁয়ে নিচে নামতে নামতে
মুছে দেয় দেয় নব স্বেদ কণা কিছু কিছু ।
সময় কিন্তু দৌড়াচ্ছিল ইচ্ছেমত
এবং দৌড়াচ্ছে এখনও আর
মধ্যবেলায় কোন এক গৃহিনীর ক্লান্তির
দৃশ্যপট কবিতা ভেবে
উন্মাদ কেউ নিয়েছে সেই সময়েরই পিছু।
17/07/2005

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


