তুমি নতুন
তবু নও মোটেও ম্রিয়মান
তুমি তোমার স্বনামে আজ হয়েছ ধন্য
তুমি না থাকলে স্কোর কার্ডএর চিত্র হতো অন্য
তুমি সাকিবুল হাসান
তুমি আজকের ম্যাচে আমার
সোনার বাংলার গর্ব বাজান।
আরও নয়জন আসল গেল
তুমি রয়েই গেলে 67 রান করে অপরাজিত
দেখলাম তুমি মোটেও নয় ভীত
তোমারে দিয়ে হবে.......
এভাবে সম্মান রক্ষার প্রয়োজন হবে যবে যবে।
-----
ইদানিং এর ভরসা শাহ. নাফিস ভুল করল ভুল শটে,গেল 5 এ মাত্র, নব্য ফিক্সড ওপেনার ছোট বয়সে ভারী ক্কি চালের আশরাফুল গেল 18 রানে আর আমার প্রিয় আফতাব দূর্দান্ত খেলতে খেলতে ওভার কনফিডেনেসর চাপে 33 এ কট। সুবোধ ক্যাপ্টেন সুমন মিয়া কি ভয় পেল কে জানে , একেবারে গোল্লা , যেন গোল্লার অভাব পূরণ....
কিন্তু দেখালো এরক নব্য যোদ্ধা রেজা মিয়া দারুন কিছূ শট এ 34 রান এর মোটামুটি কৃতিত্ব। আর অনেক পরে নব্য বিবাহীত মাশরাফি বৈবাহিক তৃপ্তির জোড়ে কিছুধুম ধারাক্কা মারে করেই ফেলল 30রান।
সব মিলিয়ে শ্রীলংকার 302 রানের জবাব টা একেবারে ছেলে খেলা মনে হলোনা।
তবে মহ াকৃতিত্ব ওই শাকিবুলের ঘাড়েই ফেলে দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


