ইফতারের সময় স্যার একজন বললেন মামুন ইফতার নিয়ে আস সবার জন্য। এখানেই ইফতারি করতে হবে। ..........ওকে, রওয়ানা দেব। ...........কিন্তু নেই , কোথাও নেই আমার প্রিয় স্যান্ডেল খানা.........নেই তো নেইই। আর সবার গুলো আছে । বেশী নতুন বলেই কি ওটা ......চলে গেছে কারও নষ্ট অভিলাষ হয়ে................কি আর করার সময় গড়াচ্ছিল ........খালি পায়েই গাড়ী নিয়ে দেীড়ালাম..ড্রাইভার কে বললাম চাবি দাও.......নিজেই চালালাম........খালি পায়ে জীবনে প্রথম গাড়ী চালানো........বেশ আনইজি লাগতে লাগল............বাধ্য হয়ে ড্রাইভারকইে ছেড়ে দিলাম দুই কিলোমিটার পরেই।
কাজ শেষ । সন্ধ্য র পরে অাঁধার এল ..............রওয়ানা দিতে হবে। সবার নিজ নিজ স্যান্ডেল পড়া শেষে একটা ছেড়া স্যান্ডেল পাওয়া গেল অবশিষ্ট.....................মনে মনে দিলাম গালী.--------শালার এই ছেড়া স্যান্ডেলের মালিক ই সেই চোর হারামজাদা যে পেয়েছে তার চৌর্য অভিলাষের হীনপূর্ণতা।
(C)mamunmaziz, 2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


