শহর তার পূর্বজদের ঋণে ভারাক্রান্ত বেশ। আর মেদের একচ্ছত্র আধিপত্যে মহিলারা-
তুমি এই শহরে আবিষ্কার করে চলছো পালঙ্কের সূদীর্ঘ ইতিহাস। তোমার মধ্যে ছিল স্বপ্নের বিভিন্ন রঙ, শিল্পকলার মতো আমৃত্যু অহংকার। চোখে বিজুলির চমক। রূপালী ঠোঁটে যখন হাসি ফোঁটাও তখন আমরা কিয়ৎকাল শহরের সাম্প্রতিক ম্রিয়মানতাকে ভুলে থাকি। তুমি স্বীকারই কর না সোডিয়াম লাইট উৎকট হতে পারে কখনও; তুমি মানতেই রাজি নও নগর এক বিরাট উপনিবেশ। বরং নিয়ন আলোয় তোমার নিবিড় স্বাচ্ছন্দ্য- আমাদের বুকে ভীষণ জ্বালা ধরায়-
(শহরের ঋণ আর শরীরের ঋণ নাগরীক শয্যায় একীভূত হয়) নিয়ন পর্দার ভিন্ন প্রান্ত থেকে ফিরে আসবে চর্বি সর্বস্ব এক মহিলা। তুমি আমাদের হৃদয়ে রূপালী ঝর্না এখন।
বড় বেশী আকাঙ্খা প্রিয় নারী, তুমি;
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




