somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে খুব শিগগিরই চুক্তি

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বালানি সম্পদের জন্য অসীম সম্ভাবনাময় দেশ হিসাবে বাংলাদেশকে দেখানোর চেষ্টা সবসময় সব সরকারগুলো করেছে ৷ আর এর পিছনে কাজ করেছে দেশীয় পুঁজিবাদী সরকার আর সাম্রাজ্যবাদী কোম্পানিগুলোর মুনাফার স্বার্থ।

রয়েছে আড়াই বছরের চাহিদা মেটাবার গ্যাস
দক্ষিণ এশিয়ার এই দেশটিতে আবিষ্কৃত ২৩টি গ্যাসক্ষেত্রে বর্তমানে মজুদের পরিমাণ মাত্র ৭ দশমিক ৩৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)৷ যদি আর নতুন গ্যাস না পাওয়া যায় তবে এই গ্যাসে ২০১১ সাল পর্যন্ত (প্রায় আড়াই বছর) চাহিদা মেটানো সম্ভব হবে৷ তবে বর্তমানে সম্ভাব্য আরো প্রায় ৫ দশমিক ৫০ ট্রিলিয়ন ঘনফুট মজুদকে প্রমাণিত মজুদ করা গেলে তা দিয়ে ২০১৫ সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে৷

শিগগিরই সিদ্ধান্ত

বাংলাদেশ সরকার সমুদ্রপ্রান্তিক তেল গ্যাস ক্ষেত্রগুলোর জন্য উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসির প্রক্রিয়া প্রায় চুড়ান্ত করেছে বলে জানা যাচ্ছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহি বার্তা সংস্থা ডাও জোনস নিউজওয়্যারকে জানিয়েছেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি৷ খুব শিগগিরই ব্লকগুলো ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে৷ অপরদিকে, জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছেন, এ মাসের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে৷

অন্যদিক, জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন এ ব্যাপারে বলেন, বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশী কোম্পানিগুলোকে অনুমোদন দেয়ার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা পেয়েছি৷এ মুহূর্তে আমরা এসব নিয়েই কাজ করছি৷

নতুন যাদের সঙ্গে চুক্তি হচ্ছে

পেট্রোবাংলা সূত্র জানায়, গভীর ও অগভীর সমুদ্রের ২৮টি ব্লকের মধ্যে ১৫টি ব্লকের জন্য ২২টি দরপ্রস্তাব পায় পেট্রোবাংলা৷ যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস, অস্ট্রেলিয়ার স্যানটোস ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র ও চীনের লংউডস রিসোর্স লিমিটেড, কোরিয়া ইন্টারন্যাশনাল অয়েল করপোরেশন, যুক্তরাজ্যের কমট্রেক সার্ভিস লিমিটেড, তাল্লো বাংলাদেশ ও চীনের সিনোক ব্লকগুলোতে অনুসন্ধানের জন্য দরপ্রস্তাব জমা দেয়৷ এদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কনোকো ফিলিপস ও তাল্লো বাংলাদেশকে যোগ্য বলে উল্লেখ করা হয়৷

মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস গভীর সমুদ্রের ১০, ১১, ১২, ১৭, ১৫, ১৬, ২০, ২১নং ব্লকের জন্য দরপ্রস্তাব জমা দেয়৷ অন্যদিকে, আয়ারল্যান্ডের কোম্পানি তাল্লো বাংলাদেশ অগভীর সমুদ্রের ৫নং ব্লকের জন্য প্রাথমিকভাবে যোগ্য কোম্পানি বলে চিহ্নিত হয়েছে৷

জানা গেছে, অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভার অনুমতি পেলে আগামী ২৫ বছরের জন্য এই বিদেশী দুই কোম্পানির সঙ্গে চুক্তি করবে পেট্রোবাংলা৷ চুক্তি হওয়ার দুই বছরের মধ্যে প্রতিটি কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অনুসন্ধানী কূপ খনন করতে হবে৷

উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) অনুযায়ী এ দুই বিদেশী কোম্পানি বাংলাদেশে গ্যাস বিক্রি করে গ্যাস উদ্বৃত্ত থাকলে বাড়তি গ্যাস এলএনজি আকারে গ্যাস রপ্তানি করতে পারবে৷ পিএসসি মডেলে প্রাপ্ত গ্যাসের দাম বিষয়ে পূর্বের নীতিই অনুসরণ করা হয়েছে৷ স্থল প্রান্তিক ব্লকের ২৫ ভাগ বেশি দাম দেয়া হবে এ গ্যাসের৷

ব্লক ইজারার শুরু ২৫ বছর আগে

পিএসসি'র আওতায় ১৯৮৪ সালে তেল-গ্যাস অনুসন্ধানে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের ছয়টি ব্লক (আন্তর্জাতিক তেল কোম্পানি) আইওসিকে দেয়া হয়৷ পরে ১৯৯১ সালে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সমঝোতার মাধ্যমে আটটি ব্লক নিয়ে আওসি'র সঙ্গে চুক্তি হয়৷

এ সময় সিলেটের একটি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রসহ ১২, ১৩ ও ১৪নং ব্লক নিয়ে অক্সিডেন্টালের সঙ্গে চুক্তি সই করা হয়৷বর্তমানে এটি পরিচালনা করছে ইউনোকল বাংলাদেশ লিমিটেড৷ তারা জালালাবাদ থেকে প্রতিদিন ২১০ মিলিয়ন ঘনফুট এবং মৌলভীবাজার গ্যাসফিল্ড থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে৷এছাড়া সাগরের অন্যদিকে ১৫ ও ১৬নং ব্লক নিয়ে কেয়ার্ন এনার্জির সঙ্গে পিএসসির সই করা হয়৷বর্তমানে সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে৷একই সময় পার্বত্য চট্টগ্রাম এলাকায় ২২নং ব্লকের জন্য ইউএমসি'র সঙ্গে পিএসসি চুক্তি করা হয় এবং পরে তা আসে ওশান এনার্জির কাছে৷ বর্তমান মেয়াদ শেষ হওয়ায় এ ব্লক এখন পেট্রোবাংলার কাছে ফেরত এসেছে৷এদিকে, বঙ্গোপসাগরের ১৭ ও ১৮নং ব্লক নিয়ে পিএসসি চুক্তি করা হয় অকল্যান্ড-রেক্সউডের সঙ্গে৷বর্তমানে এটি পরিচালনা করছে টোটাল ও তাল্লো ওয়েল পিএলসি৷

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ২য় দফা বিডিং আহ্বান করে৷এ সময়ও পিএসসি দলিলে কিছু সংশোধন করা হয়৷এ সময় দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করে নির্বাচিত কোম্পানির সঙ্গে আরও চারটি ব্লক নিয়ে পিএসসির সই করা হয়৷ এর মধ্যে ৯নং ব্লকে তাল্লো গ্যাস আবিষ্কার করেছে৷কেয়ার্ন এবং শেভরন তাদের তিনটি ব্লকে কাজ শুরু করেছে৷

পরে গত ২০০৮ সালে গভীর ও অগভীর সমুদ্রের ২৮টি ব্লকের মধ্যে ১৫টি ব্লকের জন্য ২২টি দরপ্রস্তাবডাকা হয় তৃতীয় দফা দরপত্র৷ কিন্তু সেই দরপ্রস্তাবই এখন চুড়ান্তের পথে৷

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×