রাত ফুরালেই পেটের সখে
চালাতে হবে জীবনের তিন চাক্কা।
কেউ খুশি হলে ১৮ এর জায়গায় ১৯
আর কেউ সাত চাইলে দিবে ৫
এই বয়সে চড় খাবার শক্তি যে নেই আমার
কি হবে বলুন ২ টাকা কম পেয়েছি বলে।
এই বয়সে, ছেলের বয়সি দানব শরীরকে
টেনে তুলতে হবে পাহাড় খারা পুলের উপর
দুই সিটারে উটবে তিন
আমার না হয় জান নেই
এই তিন চাক্কারতো আছে
কি হবে বাবাজানদের বলে
চড় খেতে হবে আমার এই বয়সে।
.............................................
বানানের ভুল আমার জন্য মাফ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



