somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ সপ্তাহেই ১০ হাজার টাকার ল্যাপটপ টেলিযোগাযোগমন্ত্রী

০৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেসটিনি রিপোর্ট

এ সপ্তাহের মধ্যেই বাজারে পাওয়া যাবে ১০ হাজার টাকার ল্যাপটপ। প্রথমবারের মতো দেশে তৈরিকৃত এসব ল্যাপটপের দাম পড়বে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা। আগামী ১১ অক্টোবর এই ল্যাপটপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ তথ্য জানিয়েছেন।


গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ তথ্য জানান।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হংকংয়ের একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে নতুন মোবাইল ফোন উৎপাদন করা হবে। একবার চার্জ দিলে এই মোবাইল ফোনগুলোতে ৭ থেকে ১৫ দিন পর্যন্ত চার্জ থাকবে। এছাড়া আগামী বছরের ২৬ মার্চের মধ্যে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির ব্যবহারে তৃতীয় প্রজন্মে পা রাখবে। দেশে চালু হবে থ্রি-জি প্রযুক্তি। দেশে একটি তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ইচ্ছার কথাও জানান তিনি।
রাজিউদ্দিন আহমেদ আরও বলেন, ১৮৯৮ সালের আইন পরিবর্তন করে ডাক বিভাগকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ইতিমধ্যে দেশের ৮ হাজার ৬০০টি ডাকঘরে মোবাইল ফোনের মাধ্যমে মানি ট্রান্সফারের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ডাকঘর কম্পিউটারের মাধ্যমে গ্রাহক সেবার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া ডাক বিভাগ থেকে কুরিয়ার সার্ভিস এবং ক্যাশকার্ড চালু করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, চারদলীয় জোট সরকারের শাসনামলে সাবমেরিন কেবলে অংশ না নেওয়ার কারণে তথ্যপ্রযুক্তিতে দেশ যতটা পিছিয়ে গিয়েছিল এ সরকার ইতিমধ্যেই তার চেয়ে বেশি এগিয়ে গেছে। ১৯৯৮ সালে আমরাই প্রথম কম দামে মোবাইল ফোন দিয়েছিলাম। এবার আমরা ওয়াইম্যাক্স ও ভিডিও কনফারেন্স চালু করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে ও দেশের বাইরে দক্ষ জনবল গড়ে তোলার ব্যাপারে সরকার সচেষ্ট। দেশ গড়ার প্রকৃত কারিগর হিসেবে আপনাদের কারিগরি শিক্ষার বিস্তারে সবার আগে এগিয়ে আসতে হবে।
চলমান তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তত্ত্বাবধায়কের বিধান চালু হওয়ার সময় বলা হয়েছিল, তিন মেয়াদের জন্য এটি বহাল রাখা হবে। এখন উচ্চ আদালতের রায়ে এই ব্যবস্থা বাতিল হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ এবং বিরোধিতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। তবে পৃথিবীর কোনো দেশে এ ধরনের তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেই।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে দেয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, এই রায়ের শেষাংশে বলা হয়েছে জাতীয় সংসদ যদি সর্বসম্মতিক্রমে চায় তাহলে আরও দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার রাখা যেতে পারে। তাই আপনারা রাজপথে কথা না বলে সংসদে আসুন। সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে।
আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে এই প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান। সম্মেলনে ইনস্টিটিউশনের ৬৪ জেলা শাখা ও ৯০টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
একাধিক কর্মঅধিবেশনে বিভক্ত এই প্রতিনিধি সম্মেলনে তথ্যপ্রযুক্তি বিকাশ, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সমস্যার সমাধান, দুর্বিষহ যানজট সমস্যার সমাধান, নৌ-রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×