উপরের ছবিটে হয়তো অনেকেই দেখেছেন। সোশাল নেটওয়ার্কিং এর এক সমস্যা - ভাল মন্দ যে কোন জিনীস দ্রুত ছড়িয়ে যেতে সময় লাগে না। বাংলাদেশের অধিকাংশ মানুষের বুদ্ধির লেভের এতোই নিচে যে কোন ছবির সাথে আল্লাহ বা মহানবী (সাঃ) নাম লাগিয়ে দিলেই আল্লাহু আকবার, সোবহানাল্লাহ, আল্লাহ মহান এসব কমেন্ট দিয়ে নিজেদের ঈমানী ভক্তি প্রকাশ করে
যাই হোক উপরের ছবিটা ২০১০ সালের চিলির ভূমিকম্পের ছবি (উইকিতে পেজ আছে পর্যন্তঃ http://en.wikipedia.org/wiki/2010_Chile_earthquake । এক শ্রেনীর ফেসবুক এ্যাডমিন এসব ছবি শেয়ার আর ট্যাগ করতে বলে যাতে তাদের পেজের জনপ্রিয়তা বাড়ে - লক্ষ্য করুন এটার পেছনে তাদের কেবল স্বার্থ কাজ করছে আর কিচ্ছু না। অনুগ্রহ করে এসব ছবি (আরেকটা আছে Floating Stones ) যেখানেই দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। ফালতু ফেক জিনীসের দেখে আল্লাহর মোযেজা খুজবার মাঝে মুসলমানিত্বের কিছু নেই...
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




