ব্যর্থতার গ্লানি নিয়ে ক্রমশ যে মন বুড়ো হয়ে গেছে
তাতে নতুন প্রেম যোগাতে শব্দের প্রেরণা নয়
গভীর চাহনী আর অতৃপ্ত চুম্বনের প্রেষণা চাই
চাই রাতের আকাশ অথবা সমুদ্রের নীল,
ঘুমোট অন্ধকারের বিশ্বাস বদলে গেলে
সময় বুঝিয়ে দেবে জীবনের বাঁক
তখন দুরত্ব যেন খোলা দরজার এপাশ ওপাশ।
দেয়ালের পোস্টারে শ্যাওলা জমে গেলে
আগমনের বার্তা থাকে, আর্তি থাকেনা
বিরহ থাকেনা লাশবাহী চালকের মনে
শোকের মিছিলে রব উঠে অহেতুক কান্নার
বেচারা মাতাল হলে
মাতাল হয় শহরের সবকটি দারোয়ান।
খোলস বদলে নিয়েছে চেতনার বুদবুদ
চরিত্র বদলায়নি তবু ছায়াহীন নতজানু বটযট
সুঃখ-দুঃখের মাঝামাঝি দাঁড়িয়ে কোন এক মধ্য দুপুরে
কৃষকেরা স্বপ্ন দেখে শ্যামল রঙ্গের
দিন শেষে পাখির মত নীড়ে ফিরে
স্নিগ্ধ আলিঙ্গনে গড়ে নতুন ইতিহাস
ফুটপাতে দাঁড়িয়ে দেখি মানুষের চলে যাওয়ার নান্দনিক দৃশ্য
ধীরঘণ কদম ফেলি নিরুদ্দেশ যাত্রার....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


