![]()
এখানে জমে আছে উদ্ভ্রান্ত যাত্রীর
দিন শেষে পলায়নপর অন্ধকার কোন ঘর
দূরে, মৃত নদীর আঁচল বাঁকে
তরুণীর ক্ষীণকন্ঠের প্রেম প্রার্থনা
জীবনানন্দ দাসের নিরানন্দ জীবনের
ক্ষুধার্তময় কবিতার উপমাগুলো।
তবু জীবনঘনিষ্ঠ কারো পায়ের শব্দে
প্রবীন দুঃখরা জেগে উঠে
অতীত হয়ে ফিরে আসে নতুনের প্রেম।
শব্দের খেলা শেষে খড়কুটো উড়ে যায়
সফেদ শাড়ির ভাঁজ ফেলে নিমিষেই হারিয়ে যায় বিষণ্নতা।
অপরিশোধযোগ্য ঋণের চৌথার স্তুপে কাব্যিক বন্দনা শেষে
দৃষ্টির সীমানায় মিলে যাওয়া দৃশ্য নিয়ে মানুষের যত কল্পনা আছে
তা স্মৃতির দর্পণে বিগত প্রেম অথবা
ধূসর যৌবনের ভায়া পরিচয়ের মত
অন্ধকারে আলোর মশাল হয়ে ছুটাছুটি করে
সেই জমে থাকা অন্ধকার ঘর, কবিতার উপমা
আর প্রেম প্রার্থনার ভেতর পানা-দেনাহীন
দীর্ঘ হিসাব এবং একটি দীর্ঘশ্বাস আছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


