![]()
ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়ে
অনাথ শিশুরা যে নির্মল হাঁসি দেয়
অভিজাত অর্থে তা মানুষের হাঁসি নয়,
মানুষের হাঁসির যে অভিজাত অর্থ হতে পারে
তা শেরাটনের লবিতে খুঁজতে গেলে তুমি দেখতে পাবে ।
তোমরা কেউ জৈবিক সুখ নিয়েছ
জন্ম দিয়ে পালিয়েছ কেউ
অঙ্কুরটা রেখে গেছ রেল লাইনের পাশে
সে এখন জাত -পরিচয়বিহীন এক বৃক্ষ
যার ক্ষুদার জ্বালা আর নেড়ি কুকুরের ঘেউ ঘেউ
প্রতিদিন মধ্য দুপুরে অভুক্ত পথচারির পায়ের সাথে
বাস্প হয়ে উড়ে যায়।
যেহেতু কুকুরের ঘেউ ঘেউ খাওয়া যায়না
তাই মানুষের ঘেউ ঘেউ খেয়ে
প্রগতীকর্তীর খন্তির ছেঁকা খেয়ে
গৃহকর্তার লুলুপ দৃষ্টি আর
প্রতিনিয়ত ধর্ষন খেয়ে সে এখন জীবন বাঁচায়।
অথচ মানুষে মানুষে ব্যবধানের এমন আইল্যান্ড রেখেও
শান্তি প্রতিষ্ঠার নামে তোমরা তৈরী কর মিলিয়ন ডলারের মরনাস্ত্র
ধর্মবিরোধী স্লোগান দিয়ে
নারী অধিকারের কথা বলে তাকে বাজারজাত কর
চে’র ছবিযুক্ত টি-শার্ট গায়ে দিয়ে চেতনায় বিপ্লবী সাজ
মূলত তোমরা প্রতারণার প্রচারণায়
প্রতারিত হয়ে পরাজিত হয়েছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


