![]()
শতবর্ষ পাড়ি দিয়ে যেতে হবে
জীবনের অন্তিম সন্ধ্যায়।
মরু বালুচরে দীর্ঘ মায়ারেখা ফেলে
অবসাদগ্রস্ত একজোড়া পা নিয়ে
কতদূর পথ সাঁতরে এসেছি মনে নেই।
কামনার কতফুল মাঝপথে ঝরেগেছে
স্বপ্নের উঠোন জুড়ে চির ভাস্বর হয়ে
জেগে আছে কত লাজুক স্পর্শ।
এখন নির্ঘুম রাত শেষে, নীলিমায়
নিস্তব্ধ হাওয়ায় ভর করে ভেসে আসে
মিনারের প্রিয় আজানের সুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


